• NEWS PORTAL

  • শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

আয়ুবের্দিক কারখানায় মেশিনে হাত পেচিয়ে শ্রমিক নিহত 

সাভার প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৪৯, ৬ ডিসেম্বর ২০২৪

ফন্ট সাইজ
আয়ুবের্দিক কারখানায় মেশিনে হাত পেচিয়ে শ্রমিক নিহত 

সাভারে চলন্ত মেশিনে হাত ঢুকে যাওয়ায় এক শ্রমিক নিহত হয়েছে। তার নাম রাকিব খান (২০)। এ ঘটনাটি ঘটেছে সাভারের বনগাঁ ইউনিয়নের সাদা পুর গ্রামে। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।

জানা গেছে, বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সাদাপুরের এম এম আয়ুর্বেদিক ফার্মার মিক্সচার মেশিন অপারেটর রাকিব খানের হাত অসাবধানতাবশত ভেতরে ঢুকে যায়। সকাল ১০টার দিকের এ ঘটনার প্রায় ২ ঘন্টা পর তাকে সাভার থানা রোডের একটি চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবারের সদস্য জামাল খান অভিযোগ করে জানান, কারখানার মালিক মনির হোসেনের অবহেলার কারণে রাকিব খান মারা গেছেন।

এ বিষয়ে জানতে চাইলে এম এম আয়ুর্বেদিক কারখানার ম্যানেজার ইমরান মুঠোফোনে জানান, যিনি মারা গেছেন তার আত্মীয় স্বজনরা এসেছে। আমি দূরে অবস্থান করায় এ বিষয়ে কিছু জানি না।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল মিয়া জানান, নিহতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2