হবিগঞ্জে ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত ২
ঢাকা-সিলেট মহাসড়কে চলন্ত ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুই জন নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত দু'টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের কান্দিগাঁও নাঈমা ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা হয়।
পুলিশ জানায়, মধ্যরাতে প্রচণ্ড কুয়াশার মধ্যে সিলেট থেকে ঢাকাগামী লিমন পরিবহনের যাত্রীবাহী বাসটি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কান্দিগাঁও নাঈমা ফিলিং স্টেশনের সামনে বিপরীত দিক থেকে আসা বালু বোঝাই ট্রাকে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই বাসের দুই যাত্রী নিহত হন। আহত ১০ যাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: