• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

দুই মামলায় সাবেক এমপি নদভীর চারদিনের রিমান্ড মঞ্জুর

প্রকাশিত: ১৫:২৭, ২২ জানুয়ারি ২০২৫

ফন্ট সাইজ
দুই মামলায় সাবেক এমপি নদভীর চারদিনের রিমান্ড মঞ্জুর

আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী (ফাইল ছবি)

হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনের দুই মামলায় চট্টগ্রাম-১৫ আসনের সাবেক এমপি আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীকে জিজ্ঞাসাবাদ করতে দুইদিন করে মোট চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (২২ জানুয়ারি) চট্টগ্রাম জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত শুনানি শেষে এ আদেশ দেন। 

জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই সাতকানিয়ার কেরানিহাট এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবর্ষণ ও হামলার ঘটনায় দায়ের হওয়া এক মামলায় ও লোহাগাড়ায় ছাত্র-জনতার আন্দোলনে গুলিবর্ষণ ও হামলার মামলায় জিজ্ঞাসাবাদ করতে রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত দুই মামলায় চারদিনের রিমান্ড মঞ্জুর করেন। 

উল্লেখ্য যে, সাবেক এমপি নদভীকে গত ১৫ ডিসেম্বর রাতে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত ১২ জানুয়ারি চট্টগ্রামে দায়ের হওয়া ৫ মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দেন চট্টগ্রাম সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2