• NEWS PORTAL

  • রবিবার, ২০ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

বাংলাদেশ থেকে নৌকা কিনতে ও বিনিয়োগে আগ্রহী আলজেরিয়া

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশিত: ০০:২১, ১৯ জুলাই ২০২৫

আপডেট: ১১:৩১, ১৯ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
বাংলাদেশ থেকে নৌকা কিনতে ও বিনিয়োগে আগ্রহী আলজেরিয়া

বাংলাদেশ থেকে নৌকা কিনতে ও নৌকাশিল্পে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলোহাব সাইদানি। পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ঐতিহ্যবাহী ভাসমান নৌকারহাট এবং ছারছীনা দরবার শরীফ পরিদর্শন শেষে এ ইচ্ছা পোষণ করেন।

শুক্রবার (১৮ জুলাই) দুপুরে তিনি নেছারাবাদের আটঘর কুড়িয়ানার ভাসমান নৌকারহাট পরিদর্শন করেন। এ সময় তিনি ট্রলারে করে হাট ঘুরে দেখেন এবং স্থানীয় নৌকা নির্মাণশিল্প সম্পর্কে খোঁজখবর নেন। পরে তিনি ছারছীনা দরবার শরীফে জুমার নামাজ আদায় করেন।

রাষ্ট্রদূতের এ সফরে তার সঙ্গে ছিলেন নেছারাবাদের সহকারী কমিশনার (ভূমি) রায়হান মাহামুদ, সহকারী পুলিশ সুপার (নেছারাবাদ সার্কেল) সাবিহা মেহেবুবা এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বনি আমিন।

পরিদর্শন শেষে রাষ্ট্রদূত আবদেলোহাব সাইদানি বলেন, ‘নেছারাবাদের প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহ্যবাহী নৌকারহাট দেখে আমি মুগ্ধ। আমরা এখানকার নৌকা কিনতে আগ্রহী এবং ভবিষ্যতে নৌকা তৈরির শিল্পে আলজেরিয়ার পক্ষ থেকে বিনিয়োগের পরিকল্পনা রয়েছে।’

এ সময় স্থানীয় প্রশাসন ও জনগণের সঙ্গে তিনি মতবিনিময় করেন এবং দুই দেশের মধ্যে সাংস্কৃতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেন।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2