• NEWS PORTAL

  • রবিবার, ২০ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

গোপালগঞ্জে ১৪ ঘণ্টার জন্য কারফিউ শিথিল, রাতে সিদ্ধান্ত

প্রকাশিত: ১১:০৭, ১৯ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
গোপালগঞ্জে ১৪ ঘণ্টার জন্য কারফিউ শিথিল, রাতে সিদ্ধান্ত

গোপালগঞ্জে ১৪ ঘণ্টার জন্য কারফিউ শিথিল করেছে প্রশাসন। শনিবার (১৯ জুলাই) ভোর ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত এই কারফিউ শিথিল থাকবে। জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান এই আদেশ জারি করেছেন। কারফিউ শিথিল শনিবার সকাল থেকে গোপালগঞ্জের রাস্তাঘাটে ও বাজারে লোকসমাগম বৃদ্ধি পেয়েছে। মানুষ নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে দোকানে আসছে। সকাল হওয়ায় অন্য সময়ের চেয়ে মানুষের উপস্থিতি একটু কম মনে হয়েছে। শহরের কাঁচা বাজার, ফল বাজার বেচাকেনা আগের মতোই মনে হয়েছে। 

তবে সাধারণ মানুষের মধ্যে গ্রেপ্তার আতঙ্ক বা ভীতি রয়ে গেছে। গোপালগঞ্জের সব ধরনের মার্কেট শনিবার সাপ্তাহিক বন্ধ থাকার কারণে সেসব দোকান এখনো খোলেনি। হোটেল ও রেস্টুরেন্ট বন্ধ রয়েছে। 

উল্লেখ্য, গত বুধবার এনসিপির সমাবেশকে কেন্দ্র করে শহরের বিভিন্ন এলাকায় দফায় দফায় সহিংসতার ঘটনা ঘটে। হামলা, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের পর জেলা ম্যাজিস্ট্রেট প্রথমে ১৪৪ ধারা জারি করেন। পরে পরিস্থিতি অবনতির কারণে ওই দিন সন্ধ্যা ৬টা থেকে কারফিউ জারি করা হয়।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2