জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে সাতক্ষীরায় বৃক্ষরোপণ কর্মসূচি

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে সাতক্ষীরায় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। জেলা প্রশাসন ও বনবিভাগ সাতক্ষীরার আয়োজনে শনিবার (১৯ জুলাই) সকাল ১০টায় শহরের কাটিয়া এলাকার পুরাতন ডাকবাংলো প্রাঙ্গণে ৫ জুলাই জেলার শহীদদের স্মরণে এ বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন জেলা প্রশাসক মোস্তাক আহম্মেদ।
এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সাইফুল ইসলাম, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, যুগ্ম আহ্বায়ক তাজকিন আহমেদ চিশতি, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, সাতক্ষীরা সামাজিক বনবিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা জি.এম. মারুফ বিল্লাহ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরা জেলা শাখার সাবেক আহ্বায়ক আরাফাত হোসেন, সাবেক মুখপাত্র মোহিনি তাবাসসুম এবং জুলাই আন্দোলনে আহত ও নিহত শহীদ পরিবারের সদস্যরা।
জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বলেন, জুলাই আন্দোলনে বীর শহীদদের স্মরণে জাতীয় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশের ন্যায় সাতক্ষীরাতেও আজ এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। সাতক্ষীরা জেলাতে জুলাই বিপ্লবে পাঁচজন শহীদ হয়েছিলেন। এদের মধ্যে ঢাকায় ২ জন এবং সাতক্ষীরায় ৩ জন। এই ৫ জনের নামে আজ এই বৃক্ষরোপণ করা হয়েছে। জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার অংশ হিসেবেই এই কর্মসূচি গ্রহণ করা হয়।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: