• NEWS PORTAL

  • রবিবার, ২০ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

গোপালগঞ্জে আজ সকাল থেকে রাত পর্যন্ত ১৪৪ ধারা জারি

প্রকাশিত: ১০:০০, ২০ জুলাই ২০২৫

আপডেট: ১০:০৩, ২০ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
গোপালগঞ্জে আজ সকাল থেকে রাত পর্যন্ত ১৪৪ ধারা জারি

গোপালগঞ্জে কারফিউ শিথিলের পর রবিবার (২০ জুলাই) সকাল থেকে ফের ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। এ আদেশ বলবৎ থাকবে সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত।

এর আগে শনিবার রাতে জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান এ সিদ্ধান্তের কথা জানিয়ে বলেন, ফৌজদারি কার্যবিধির ১৮৯৮ সালের ১৪৪ ধারায় নতুন করে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ১৪৪ ধারা অনুযায়ী, উল্লিখিত সময়কালে জেলার যেকোনো স্থানে সভা, মিছিল বা জনসমাবেশ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। তবে পরীক্ষার্থী, শিক্ষার্থী, সরকারি অফিস এবং জরুরি পরিষেবাগুলো এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে বলে নিশ্চিত করেছে জেলা প্রশাসন।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল মুন্সি গণমাধ্যমকে জানান, শনিবার রাত ৮টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত কারফিউ কার্যকর ছিল। এরপর তা প্রত্যাহার করে সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ রাখা হয়েছে।

কারফিউ জারির প্রেক্ষাপট হিসেবে উল্লেখ করা হয় গত বুধবারের সহিংসতার ঘটনা। এনসিপির একটি সমাবেশকে কেন্দ্র করে আওয়ামী লীগের কর্মীদের হামলা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় গোপালগঞ্জ। ৫ ঘণ্টার ওই সংঘর্ষে মারা যান অন্তত চারজন, আহত হন অনেকে। পরদিন আরও একজন আহত ব্যক্তি মারা যান হাসপাতালে। এ পরিস্থিতিতে প্রথমে ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন, পরে তা রূপ নেয় পূর্ণ কারফিউতে। কয়েক দফায় কারফিউ শিথিল ও বাড়ানো হয়। সর্বশেষ শনিবার সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত শিথিল ছিল কারফিউ, এরপর তা তুলে নিয়ে ১৪৪ ধারা কার্যকর করা হয়।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2