• NEWS PORTAL

  • রবিবার, ২০ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

পারিবারিক বিরোধ, দুর্গাপুরে দম্পতির ঝুলন্ত মরদেহ উদ্ধার  

নেত্রকোণা প্রতিনিধি

প্রকাশিত: ১২:১৩, ২০ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
পারিবারিক বিরোধ, দুর্গাপুরে দম্পতির ঝুলন্ত মরদেহ উদ্ধার  

নেত্রকোণার দুর্গাপুরে ঘর থেকে দম্পতির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২০ জুলাই) সকালে উপজেলা কুল্লাগাড়া ইউনিয়নের কুড়ালিয়া গ্রামের রহিম উদ্দিনের বাড়ি থেকে মরদেহ দুইটি উদ্ধার করা হয়।

এরা হলেন, উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চকলেংগুরা গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে সোহাগ মিয়া (২৪) ও তার স্ত্রী একই উপজেলার কুড়ালিয়া গ্রামের রহিম উদ্দিনের মেয়ে ঝুমা আক্তার (২১)। স্বামী সোহাগ পেশায় রাজমিস্ত্রী ছিলেন।

স্থানীয়দের বরাতে দুর্গাপুর থানার ওসি মাহমুদুল হাসান জানান, তিন বছর আগে সোহাগ ও ঝুমার বিয়ে হয়। ঝুমা স্বামী সোহাগসহ বাবার বাড়িতেই বসবাস করতেন। শনিবার (১৯ জুলাই) রাত ১০টার দিকে খাওয়া-দাওয়ার পর একটি কক্ষে ঘুমাতে যান তারা। পরে সকাল পৌনে ৬টার দিকে বাড়ির অন্যরা দেখতে পান ঘরের ভিতরে ধরণার সাথে রশিতে সোহাগ আর ঝুমার মরদেহ ঝুলছিল। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে নেত্রকোণা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

ওসি আরো জানান, এই দম্পতির মধ্যে বেশ কিছুদিন ধরে পারিবারিক বিরোধ চলছিলো। এর জেরে তারা আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ বলা যাবে। তবে ঠিক কি কারণে এই মৃত্যু তা উদঘাটনে সবদিক মাথায় রেখে তদন্ত করা হচ্ছে বলে জানান ওসি।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2