খুলনায় বিষাক্ত মদ পানে ৫ জনের মৃত্যু, হোমিও চিকিৎসক আটক

ফাইল ছবি
খুলনায় বিষাক্ত মদ পানে ৫ জনের মৃত্যুর ঘটনায় হোমিও চিকিৎসক শেখ মোসলেম আলী (৭৮) কে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার (১৯ জুলাই) গভীর রাতে নগরের রায়ের মহল এলাকার মালেক সড়কের বাসা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, গত রাতে নগরের রায়ের মহল এলাকা থেকে মোসলেম আলী নামের ওই চিকিৎসককে আটক করা হয়েছে। অভিযোগ রয়েছে, ফার্মেসি ব্যবসার আড়ালে বিভিন্ন উপকরণ ব্যবহার করে তিনি মদ তৈরি করতেন।
এ ছাড়া, ময়নাতদন্তের জন্য সাবু, বাবু ও সাজ্জাদ নামের ৩ জনের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।
এর আগে, গৌতম কুমার বিশ্বাস নামের আরেকজনের ময়নাতদন্ত শেষে তার সৎকার সম্পন্ন হয়। তবে তোতার পরিবার মরদেহ পিরোজপুরের গ্রামের বাড়িতে নিয়ে যাওয়ায় তার ময়নাতদন্ত হয়নি।
উল্লেখ্য, গত শুক্রবার স্থানীয় এক হোটেলে মদ পান করার পর অসুস্থ হয়ে একে একে ওই ৫ জনের মৃত্যু হয়। এখনও সনু নামের একজন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি রয়েছেন।
বিভি/এআই
মন্তব্য করুন: