• NEWS PORTAL

  • রবিবার, ২০ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

মানবপাচার প্রতিরোধে নরসিংদীতে আলোচনা সভা

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৫৯, ২০ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
মানবপাচার প্রতিরোধে নরসিংদীতে আলোচনা সভা

আন্তর্জাতিক মানবপাচার প্রতিরোধ দিবসকে সামনে রেখে এবং মানবপাচার প্রতিরোধের লক্ষ্যে নরসিংদীতে জেলা পর্যায়ে সাংবাদিকদের সাথে আলোচনা সভা করেছে ‘রেফিউজি এন্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট (রামরু)’ নামে একটি গবেষণা প্রতিষ্ঠান। 

রবিবার (২০ জুলাই) দুপুরে রামরুর ‘আশ্বাস : মানবপাচার থেকে উদ্ধারপ্রাপ্ত নারী ও পুরুষদের জন্য’ প্রকল্পের আওতায় নরসিংদীর ভেলানগর এলাকার একটি হলরুমে অনুষ্ঠিত এই সভায় নরসিংদী জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 

রামরুর প্রতিনিধিরা জানান, বিগত দেড় বছরে মানবপাচারের স্বীকার হওয়া জেলার ৩৯ জন মানুষকে প্রায় ৬৫ লাখ টাকা উদ্ধারে সহায়তা করেছে এই গবেষণা প্রতিষ্ঠান।

এছাড়া, মানবপাচার সমাজে কি ধরনের প্রভাব ফেলে, একটি পরিবার কিভাবে মানবপাচারের স্বীকার হয়, স্থানীয় দালালের খপ্পরে পড়ে কিভাবে নিজেকে দক্ষ না করেই একজন মানুষ বিদেশে পাড়ি জমায় এবং পরবর্তীতে কিভাবে প্রতারণার শিকার হয়; এসব বিষয় তুলে ধরা হয় আলোচনায়।

বিদেশগামীদের মনস্তাত্ত্বিক নানাবিধ বিষয়, অভিবাসী আইন এবং মানব পাচার রোধে নানাবিধ পরিকল্পনা আলোচনা করা হয় এই সভায়।

এসময় রামরুর প্রকল্প কর্মকর্তা ও মাঠকর্মীরা উপস্থিত ছিলেন। প্রকল্পটির অর্থায়ন করছে সুইজারল্যান্ড সরকার এবং পরিচালনা করছে উইনরক ইন্টারন্যাশনাল।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2