• NEWS PORTAL

  • রবিবার, ২০ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

বাংলাদেশি যুবকের সন্ধান পায়নি বিজিবি, বিএসএফের সাথে যোগাযোগ অব্যাহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৫:২০, ২০ জুলাই ২০২৫

আপডেট: ১৫:২১, ২০ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
বাংলাদেশি যুবকের সন্ধান পায়নি বিজিবি, বিএসএফের সাথে যোগাযোগ অব্যাহত

অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যাবার পর নিখোঁজ বাংলাদেশির সন্ধান পাননি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার দিবাগত গভীর রাতে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার জোহরপুর সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার পর থেকেই নিখোঁজ রয়েছেন বাংলাদেশি যুবক লালচাঁন। তবে, বাংলাদেশি নিখোঁজের তথ্য নিশ্চিত করলেও এলাকায় ছড়িয়ে পড়া মৃত্যুর সংবাদকে গুজব বলছেন ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু।

নিখোঁজ বাংলাদেশি যুবক মোহাম্মদ লালচাঁন (২৩) জেলার শিবগঞ্জ উপজেলার ওয়াহেদপুর সীমান্ত এলাকার সাত রশিয়া গ্রামের শাহজাহানের ছেলে।

এ বিষয়ে বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু জানান, জোহরপুর বিওপির সীমান্ত পিলার ১৬/৫ এর নিকট দিয়ে শনিবার দিবাগত রাত ৪টায় (রবিবার, ২০ জুলাই) ৪ থেকে ৫ জন গরু চোরাকারবারী চোরাচালানের উদ্দেশ্যে অবৈধভাবে তারাকাঁটা বিহীন সীমান্ত অতিক্রমের পর ভারতে প্রবেশ করেন। এ সময় ৭১ ব্যাটালিয়ন বিএসএফ এর নুরপুর ক্যাম্পের ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে সীমান্ত অতিক্রমকারী অন্যান্য সকলে ফিরে আসলেও লালচাঁন ফিরে আসেনি।

অধিনায়ক আরো জানান, যেহেতু জোহরপুর সীমান্তে গতরাতে (শনিবার) গুলির কোন শব্দ শোনা যায়নি সেহেতু পরিবার ও এলাকাবাসীর পক্ষ থেকে লালচাঁনের মৃত্যুর খবর সঠিক নয় বলেই মনে করছে বিজিবি। আর, এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগও করা হয়নি। তবে বাংলাদেশি যুবক লালচাঁনকে খুঁজে দেশে ফিরিয়ে আনতে ভারতের ৭১ ব্যাটালিয়ন বিএসএফ এর নুরপুর ক্যাম্পের সাথে যোগাযোগ অব্যাহত রয়েছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2