চট্টগ্রামে নির্মাণাধীন ভবন থেকে পড়ে তিন শ্রমিকের মৃত্যুতে মামলা

ছবি: সংগৃহীত
চট্টগ্রাম নগরীর কোতোয়ালীতে নির্মাণাধীন ভবনের ৯ তলা থেকে পড়ে তিন নির্মাণ শ্রমিকের মৃত্যুর ঘটনায় হত্যা মামলা হয়েছে। নিহত শ্রমিক ফখরুল ইসলামের বাবা মো. সেলিম বাদী হয়ে নগরীর কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
গত শুক্রবার (১৯ জুলাই) দুপুরে চট্টগ্রাম নগরীর কোতোয়ালি এলাকায় নির্মাণাধীন রঙ্গম কনভেনশন হল নামে একটি নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে তিন শ্রমিক নিহত হয়।
রঙ্গম কনভেনশন হল ভবনটি ১১ তলার। ওই তিন শ্রমিক ৯ তলায় কাজ করছিলেন। নিরাপত্তা বেষ্টনী না থাকায় হঠাৎ তিন শ্রমিক কাজ করার সময় নিচে পড়ে যান।
পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।নিহত তিন শ্রমিকের বাড়িই নোয়াখালীতে।
বিভি/এআই
মন্তব্য করুন: