• NEWS PORTAL

  • রবিবার, ২০ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

কোমলমতি শিক্ষার্থীদের রং তুলির বর্ণিল সাজে খাগড়াছড়ি 

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৪৮, ২০ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
কোমলমতি শিক্ষার্থীদের রং তুলির বর্ণিল সাজে খাগড়াছড়ি 

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান নিয়ে কোমলমতি শিক্ষার্থীদের রং তুলিতে বর্ণিল সাজে সেজেছে খাগড়াছড়ি। গ্রাফিতিতে বৈষম্য-স্বৈরাচার বিরোধী, গঠনতন্ত্র পুনঃগঠন, অসাম্প্রদায়িক বাংলাদেশ নিমার্ণে আবু সাঈদের বন্দুকের সামনে বুক পেতে দেওয়া, আন্দোলনকারীদের জন্য মুগ্ধদের পানি বিতরণ, নিরস্ত্র শিক্ষার্থীদের উপর হেলিকপ্টার গুলি বর্ষণে হাজারো আত্মাহুতি দেওয়া বীর শহীদদের চাওয়া ও জানা-অজানা নানা তথ্য ফুটে ওঠে। 

রবিবার (২০ জুলাই) খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের দেওয়ালে জেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের রং-তুলিতে গণঅভ্যুত্থানের পুনর্জাগরণের চিত্র ফুটে উঠেছে। 

খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান বর্ষপূর্তি পালন ও ২৪-এর শহীদ দিবস উপলক্ষে দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজনের নির্দেশ দিয়েছে সরকার। এই নির্দেশনা বাস্তবায়নে জেলা, উপজেলা শিক্ষা অফিস ও প্রশাসনের আয়োজনে এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে এই গ্রাফিতি কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর মধ্য দিয়ে শিক্ষার্থীদের মধ্যে জুলাই-আগষ্ট চেতনা, সৃজনশীলতা ও গণতান্ত্রিক চেতনার প্রতিফলন হবে। 

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2