• NEWS PORTAL

  • সোমবার, ২১ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে ও বজ্রপাতে প্রাণ গেলো ৩ শিশুর 

প্রকাশিত: ১৯:১১, ২০ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে ও বজ্রপাতে প্রাণ গেলো ৩ শিশুর 

ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মা নদীরসংযোগ খালে পানিতে ডুবে ও বজ্রপাতে তিন শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২০ জুলাই) দুপুরে শিবগঞ্জ উপজেলার উজিরপুর ও চৌকা খড়িয়াল এলাকায় পৃথক দুটি ঘটনায় মারা যায় তারা।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

পানিতে ডুবে মৃত শিশুরা হলো: উপজেলার উত্তর উজিরপুরের ওমর আলীর ছেলে মো. আনিম আলী (১১) ও মুকুল আলীর মেয়ে মিম খাতুন (১০)।

বজ্রপাতে মৃত শিশুরা হলো: উপজেলার মনাকষা ইউনিয়নের চৌকা পণ্ডিতপাড়ার রাজু সিংহের ছেলে রহিত সিংহ (৬)।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া গণমাধ্যমকে বলেন, ‘দুপুরে পদ্মা নদীরসংযোগ একটি খালে গোসল করতে যায় শিশু আনিম ও মিম খাতুন। এ সময় অসাবধানতাবশত গভীর পানিতে চলে গেলে ডুবে মারা যায় তারা। পরে এলাকাবাসী ও পুলিশের সহযোগিতায় আনিম ও মিমের মরদেহ উদ্ধার করা হয়।

অন্যদিকে, চৌকা খড়িয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বজ্রপাতে মারা যায় ওই বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী রোহিত সিংহ।

শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান গণমাধ্যমকে জানান, বৃষ্টির মধ্যে রোহিত এক স্থান থেকে আরেক স্থানে যাচ্ছিলো। এ সময় বজ্রপাত হলে সে গুরুতর আহত হয়। বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 
 

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2