এনসিপির কর্মসূচি: খাগড়াছড়িকে নিরাপত্তা চাদরে ঢেকেছে পুলিশ

জাতীয় নাগরিক পাটির (এনসিপি) কর্মসূচি ঘিরে আইন-শৃঙ্খলা রক্ষায় পুরো খাগড়াছড়ি জেলাকে নিরাপত্তা চাদরে ঢেকেছে পুলিশ। জেলার বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে। বরিবার (২০ জুলাই) সন্ধ্যায় এক দফা মহড়াও চালিয়েছে পুলিশ।
এনসিপির দক্ষিণ অঞ্চল সংগঠক অ্যাডভোকেট মনজিলা সুলতানা ঝুমা জানান, জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি এবং এক দফা আন্দোলনের আত্মত্যাগ ও অঙ্গীকার স্মরণ করে আগামীকাল সোমবার (২১ জুলাই) দুপুর ১২টা থেকে খাগড়াছড়ি জেলা সদরে অনুষ্ঠিত হবে রাজনৈতিক কর্মসূচি 'দেশ গড়তে জুলাই পদযাত্রা'। এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে থাকবেন, জুলাই বিপ্লবের এক দফার ঘোষক এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।
পদযাত্রায় আরও উপস্থিত থাকবেন, সদস্য সচিব আক্তার হোসেন, হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, সামান্তা শারমিন, ডা. তাসনিম জারা, নাসির উদ্দিন পাটোয়ারি, আব্দুল হান্নান মাসুদ।
ঝুমা জানান, কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে খাগড়াছড়ি জেলার সকল রাজনৈতিক দল ও প্রশাসনের সহযোগিতা চাওয়া হয়েছে।
খাগড়াছড়ি পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল বলেন, কক্সবাজারে অনাকাঙ্ক্ষিত ঘটনার পর আমরা বেশ কিছু সতর্ক পদক্ষেপ নিয়েছি।
তিনি বলেন, পাহাড়ে জাতীয় রাজনৈতিক দলের পাশাপাশি একাধিক সশস্ত্র আঞ্চলিক সংগঠন রয়েছে। এ কারণে অনাকাঙ্ক্ষিত ঘটনার আশংকায় নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হয়েছে। পুরো জেলায় গুরুত্বপূর্ণ স্থানগুলো অতিরিক্ত পুলিশ সুপার,সহাকারী পুলিশ সুপার ,ভারপ্রাপ্ত কর্মকর্তা, এসআই ও এএসইয়ের নেতৃত্বে ৬২০ জন পুলিশ মোতায়েন থাকবে। ওইদিন খাগড়াছড়িতে পূর্ব নির্ধারিত কৃষক দলের কেন্দ্রীয় কর্মসূচি রয়েছে। এ কারণে জেলা বিএনপির সাথে কথা বলেছি। বিএনপি নেতারা আশ্বাস দিয়েছেন, তাদের পক্ষ থেকে এনপিসির কর্মসূচিতে কোনো ধরনের বাধা দেওয়া হবে না।
তবে বিএনপির সমর্থিত বিভিন্ন ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে এনসিপির নেতারা উসকনিমূলক বক্তব্য না দেওয়ার অনুরোধ জানিয়ে ফেসবুকে পোস্ট দিচ্ছে। এ সব পোষ্টে বলা সচেতন মহলের মতে, রাজনীতিতে সবাই সহনশীল হলে পতিত ফ্যাসিস্ট হাসিনার আর ফিরে আসার সুযোগ থাকবে না।
বিভি/টিটি
মন্তব্য করুন: