• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

কুমার নদে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কিশোর গ্যাংয়ের মহড়া  

প্রকাশিত: ২০:১৭, ১৮ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ২০:২৮, ১৮ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
কুমার নদে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কিশোর গ্যাংয়ের মহড়া  

ছবি: সংগৃহীত

পাশের জেলা মাদারিপুর থেকে স্পিডবোটে গিয়ে ফরিদপুরের কুমার নদে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া দিয়েছে কিশোর গ্যাং।  

সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের এই মহড়ার ভিডিও ভাইরাল হবার পর পুলিশের নজরে আসে বিষয়টি। স্থানীয়রা জানায়, ভাঙ্গায় কুমার নদে একটি নৌকাবাইচ হওয়ার কথা ছিল। তবে ওই নৌকাবাইচ হয়নি। এ সময় নদীতে যাত্রীবাহী অর্ধ ডজন স্পিডবোট ও ট্রলারে ওই কিশোররা চাইনিজ কুড়াল ও বড় দা নিয়ে মহড়া চালায়। সড়কে দ্রুতবেগের মোটরসাইকেলের মতোই নদীর বুকে এঁকেবেঁকে স্পিডবোট চালিয়ে, অস্ত্র উঁচিয়ে হৈ-হল্লা করতে করতে তাদের শক্তিমত্তা দেখায়। 

এদিকে, গত সোমবারে ভাঙ্গায় দুর্বৃত্তদের হামলার পর এখনো স্থানীয় থানা ও উপজেলা পরিষদের কর্মকাণ্ড স্বাভাবিকভাবে শুরু করা যায়নি। এরইমাঝে কিশোর গ্যাংয়ের এমন মহড়া জনমনে উদ্বেগের সৃষ্টি করেছে। ভাঙ্গা থানার ওসি মোহাম্মদ আশরাফ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছে। 

বিভি/এসজি

মন্তব্য করুন: