• NEWS PORTAL

  • বুধবার, ১২ নভেম্বর ২০২৫

টেকনাফ থেকে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

প্রকাশিত: ১৩:৩৮, ১১ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
টেকনাফ থেকে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে নৌবাহিনী। শুক্রবার রাতে টেকনাফ সদরের মৌলভীপাড়া এলাকার সন্ত্রাসী আব্দুল খালেকের বাড়ি তল্লাশি চালিয়ে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

নৌবাহিনী জানিয়েছে, সন্ত্রাসী আব্দুল খালেকের বাড়ির আঙ্গিনায় মাটির নিচে অভিনব কায়দায় এসব অস্ত্র লুকিয়ে রাখা হয়েছিলো। অভিযানে একটি ৭.৬২ মিমি বিদেশি পিস্তল, একটি দেশীয় শটগান, ১ রাউন্ড তাজা পিস্তল বল, ৫ রাউন্ড শটগানের তাজা কার্তুজ ও ৯টি দেশীয় অস্ত্র উদ্ধার করে নৌবাহিনী। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদসমূহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: