• NEWS PORTAL

  • সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫

পারিবারিক দ্বন্দ্বে এক দড়িতেই ফাঁস দিলেন স্বামী-স্ত্রী

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১৫:১২, ১১ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
পারিবারিক দ্বন্দ্বে এক দড়িতেই ফাঁস দিলেন স্বামী-স্ত্রী

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পারিবারিক কলহের জেরে একই দড়িতে ফাঁস দিয়ে স্বামী-স্ত্রী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁও থানার ভারপাপ্ত (ওসি) রাশেদুল হাসান খান।

শনিবার (১১ অক্টোবর) ভোর রাতে উপজেলা মোগরাপাড়া ইউনিয়নের কাইকারটেক এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলো- সিনথিয়া (১৯) ও তার স্বামী সাব্বির হোসেন (২২)। সাব্বির হোসেন ওই এলাকার নুর মোহাম্মদের ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের দারোগোল্লা গ্রামের সাব্বির হোসেন ও তার স্ত্রী সিনথিয়া আক্তারের দীর্ঘ দিন ধরে কলহ চলে আসছে। ধারণা করা হচ্ছে, সেই পারিবারিক দ্বন্দ্বের জের ধরে তারা আত্মহত্যা করেছেন। খবর পেয়ে সোনারগাঁ থানার এসআই মোহাম্মদ সোহেল সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। তাদের সংসারে সাফরান হাসান নুর নামে ৩ বছরের একটি ছেলে রয়েছে। প্রাথমিক সুরতহাল শেষে লাশ দুটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান খান জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2