• NEWS PORTAL

  • রবিবার, ০২ নভেম্বর ২০২৫

মধুপুরে গর্ভবতী মায়েদের মাঝে পুষ্টিকর খাদ্য সামগ্রী বিতরণ

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ২১:৪৩, ১ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
মধুপুরে গর্ভবতী মায়েদের মাঝে পুষ্টিকর খাদ্য সামগ্রী বিতরণ

"গর্ভবতী মায়ের সেবা করি, সুস্থ শিশুর জন্ম নিশ্চিত করি" এই শ্লোগানে টাঙ্গাইলের মধুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে গর্ভবর্তী মা’দের মাঝে পুষ্টিকর খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (১ নভেম্বর) সন্ধ্যায় মধুপুরের মির্জাবাড়ী কর্নেল আজাদ সমর্থক বিএনপি’র দলীয় কার্যালয়, মধুপুরের দূর্গাপুর ও মধুপুর পৌরসভার কর্নেল আজাদ সমর্থক বিএনপি’র দলীয় কার্যালয়ে গর্ভবর্তী মা’দের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

গর্ভবর্তী মা’দের হাতে এ খাদ্য সামগ্রী তুলে দেন-টাঙ্গাইল-১ মধুপুর-ধনবাড়ী আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ সেনাবাহিনীর অব: লে: কর্নেল আসাদুল ইসলাম আজাদ।

এসময় মধুপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আরশাফুল ইসলাম মাসুদ, উপজেলা বিএনপির মৎস্য বিষয়ক সম্পাদক নুরুল আলম মেম্বার, উপজেলা বিএনপির সাবেক সদস্য ও সাবেক ইউপি সদস্য হাফিজুর রহমান, ধনবাড়ীর বিএনপি নেতা সাবেক ইউপি সদস্য আবুল কালাম আজাদ,সহ অন্যান্য নেতারা বক্তব্য দেন।

বিতরণ অনুষ্ঠানে মধুপুর-ধনবাড়ীর কর্নেল আজাদ সমর্থক গোষ্ঠি বিএনপি’র নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2