ঝিনাই নদীতে গোসল করতে নেমে প্রাণ গেলো ৪ শিশুর
ছবি: সংগৃহীত
জামালপুরের মাদারগঞ্জে বাড়ির পাশের নদীতে গোসল করতে গিয়ে নৌকা ভাসিয়ে খেলছিলো পাঁচ শিশু। প্রবল স্রোতে হঠাৎ নৌকা উল্টে নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হয় তারা। এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে চার শিশুর মরদেহ। তবে বৈশাখি নামের আরেকজন শিশু নিখোঁজ রয়েছে।
শুক্রবার (৩১ অক্টোবর) বিকালে জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় চরভাটিয়ানী নদীতে এই দুর্ঘটনা ঘটে। এদিন সন্ধ্যা ৭টার দিকে সাইবা আক্তারের মরদেহের সাথে উদ্ধার হয় আবু হাসান (৮) ও তার বোন পলি আক্তার (১২) -এর মরদেহ।
এ সময় দেখা যায় এক হৃদয়বিদারক চিত্র। নিহত পলি ও আবু হাসান দুই ভাইবোন একে অপরের গলায় হাত জড়িয়ে ধরে আছে। এ ঘটনায় শোকের মাতম চলছে এলাকাজুড়ে।
আজ শনিবার (১ নভেম্বর) দুপুরে একই স্থান থেকে কুলসুমের মরদেহ উদ্ধার করে ডুবুরি দল।
স্থানীয়রা ও ফায়ার সার্ভিস জানায়, শুক্রবার দুপুরে গোসলের জন্য পাশের ঝিনাই নদীতে যায় তারা। নদীর অপর পাশ থেকে আসে বৈশাখি৷ এই পাঁচ জন মিলে নদীতে নেমে ডিঙ্গি নৌকায় খেলার সময় প্রবল স্রোতের কারণে ডুবে যায়৷ পরে চারজন উদ্ধার হলেও এখনো নিখোঁজ বৈশাখি।
নিহত পলির দাদা রবিউল ইসলাম গণমাধ্যমকে জানান, পলি তার ভাইকে বাঁচানোর প্রাণপণ চেষ্টা করেছিলো। মৃত্যুর পরও সে তার ভাইকে জড়িয়ে ধরে ছিলো।
জামালপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) জাবেদ হোসেন মুহাম্মদ তারেক গণমাধ্যমকে বলেন, গতোকাল সন্ধ্যায় আমাদের টিম দ্রুত ঘটনা স্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে। আজ সকালে আরেক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। এ নিয়ে মোট চারজন শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে৷ বাকি একজন এখনও নিখোঁজ।
বিভি/এআই




মন্তব্য করুন: