• NEWS PORTAL

  • রবিবার, ০২ নভেম্বর ২০২৫

ময়মনসিংহে ডেঙ্গুর প্রকোপ: এক মাসে ভর্তি ১৫০০, ১২ জনের মৃত্যু

অমিত রায়, ময়মনসিংহ

প্রকাশিত: ০৯:০২, ২ নভেম্বর ২০২৫

আপডেট: ০৯:০৩, ২ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
ময়মনসিংহে ডেঙ্গুর প্রকোপ: এক মাসে ভর্তি ১৫০০, ১২ জনের মৃত্যু

ডেঙ্গুর প্রকোপ বেড়েছে বিভাগীয় শহর ময়মনসিংহে। এক মাসেই হাসপাতালে ভর্তি হয়েছেন অন্তত ১৫০০ রোগী। ডেঙ্গুতে এ পর্যন্ত নগরীতে প্রাণ হারিয়েছেন ১২ জন। ডেঙ্গুর ভয়াবহতা রোধে মশক নিধনসহ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি সংশ্লিষ্টদের।

এদিকে, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে প্রতিদিনই বাড়ছে রোগীর ভীড়। তাদের অনেকেই বেড না পেয়ে মেঝেতে চিকিৎসা নিচ্ছেন।

অন্যদিকে, রোগী সামাল দিতে হিমশিম খাচ্ছে নার্স ও চিকিৎসকরা। সংক্রমণ ঠেকাতে জনগণের মধ্যে সচেতনা বাড়ানোর পাশাপাশি সিটি কর্পোরেশনের মশক নিধন কর্মসূচি বাড়ানোর পরামর্শ চিকিৎসকের। এছাড়াও, সচেতনতামূলক লিফলেট বিতরণ ও মাইকিং-এর উদ্যোগ নিয়েছে সিটি কর্পোরেশন। 

উল্লেখ্য, ময়মনসিংহ নগরীর ৩৩টি ওয়ার্ডে ২০ জন পরিচ্ছন্নকর্মী দ্বারা মশক নিধন চলছে। এরমধ্যে ৪০টি ফগার মেশিন থাকলেও সচল আছে মাত্র ৬/৭টি।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2