• NEWS PORTAL

  • রবিবার, ০২ নভেম্বর ২০২৫

চট্টগ্রামে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারী আটক

প্রকাশিত: ১১:৪৪, ২ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
চট্টগ্রামে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারী আটক

ছবি: ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারী আটক

মাদক বিরোধী অভিযানে চট্টগ্রাম মহানগরীর হালিশহর এলাকা থেকে  ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৭।

র‌্যাব-৭ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে  কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয় করে বিক্রয়ের উদ্দেশ্যে উত্তর হালিশহর গলিচিপা পাড়া সাকিনস্থ হাজী বাড়ির মালেক সওদাগরের বাড়িতে অবস্থান করেছে। এই তথ্যের ভিত্তিতে শনিবার (১ নভেম্বর) রাতে র‌্যাব-৭ এর একটি আভিযানিক দল ওই স্থানে পৌছালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি কৌশলে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টাকালে র‌্যাব সদস্যরা  মো. সালমান নামে এউ মাদক কারবারীকে আটক করে।

পরে তার দেখানো মতে বসত বাড়ির রান্না ঘরের ভিতরে একটি প্লাষ্টিকের বস্তার ভিতরে বিশেষ কেৌশলে রক্ষিত ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৩ লাখ টাকা বলে জানিয়েছে র‍্যাব। 

গ্রেফতারকৃত আসামীকে মহানগরীর হালিশহর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

বিভি/এআই

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2