• NEWS PORTAL

  • রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বাসে আগুন, দগ্ধ হয়ে চালকের মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি 

প্রকাশিত: ১০:৩৩, ১১ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বাসে আগুন, দগ্ধ হয়ে চালকের মৃত্যু

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ভালুকজান এলাকায় আলম এশিয়া পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে দগ্ধ হয়ে মারা গেছেন ঘুমন্ত চালক জুলহাস মিয়া (৩৫)। সোমবার (১০ নভেম্বর) দিবাগত রাত সোয়া ৩টার দিকে এ ঘটনা ঘটে।  

ফুলবাড়িয়া থানার ওসি রোকনুজ্জামান জানান, সোমবার রাত সোয়া ৩টার দিকে ফুলবাড়িয়া উপজেলা সদরের ভালুকজান এলাকায় আলম এশিয়া পরিবহন নামের একটি বাসে আগুন দেওয়া হয়। বাসটি পুড়ে যায়। এ সময় বাসে থাকা চালক জুলহাস মিয়া হয়ে ঘটনাস্থলেই পুড়ে মারা যান।

তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে থানা ক্যাম্পাসে আনা হয়েছে। জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2