• NEWS PORTAL

  • রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি

প্রকাশিত: ০৯:২৮, ৭ ডিসেম্বর ২০২৫

আপডেট: ০৯:২৮, ৭ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি

ছবি: সংগৃহীত

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত। তাপমাত্রা কিছুটা বাড়লেও কুয়াশা আর ভোরের ঠান্ডা বাতাসে কমেনি শীতের দাপট।

রবিবার (৭ ডিসেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিলো ১০০ শতাংশ।

এর আগে শনিবার (৬ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রাও এটি বলে জানা গেছে।

আবহাওয়া অফিস বলছে, তাপমাত্রার এ পতন মৌসুমের মৃদু শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিচ্ছে। ভোর থেকেই জেলায় ছিলো হালকা কুয়াশা। তবে কিছুক্ষণ পর সূর্যের দেখা মিললেও বাতাসে ছিলো ৯৪ শতাংশ আর্দ্রতা, যা শীতের অনুভূতি বাড়িয়ে দিয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৭–২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকছে।

করিম আলী নামের এক দিনমজুর গণমাধ্যমকে বলেন, হঠাৎ ঠান্ডা অনেক বেড়ে গেছে। সকালবেলা কাজ করতে নামলেই হাত-পা জমে আসে। তবে বেলা বাড়লে থাকছে গরম আবহাওয়া।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় গণমাধ্যমকে বলেন, রবিবার সকাল ৬টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিলো ১০০ শতাংশ। তাপমাত্রার এই পতন মৃদু শৈত্যপ্রবাহের ঘরে পড়েছে।

তিনি আরও বলেন, হিমালয় থেকে নেমে আসা ঠান্ডা বাতাসের কারণে আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও কমতে পারে। ভোররাত ও সকাল বেলায় কুয়াশা ঘন হবে এবং শীতের তীব্রতাও বাড়বে।

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2