• NEWS PORTAL

  • রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

যশোরে যুবক খুন, ইয়াবা উদ্ধার

রাজেক জাহাঙ্গীর, যশোর

প্রকাশিত: ০৯:২৯, ৭ ডিসেম্বর ২০২৫

আপডেট: ০৯:৩১, ৭ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
যশোরে যুবক খুন, ইয়াবা উদ্ধার

যশোরে গভীর রাতে তানভীর হোসেন (২২) নামে এক যুবক খুন হয়েছেন। তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। শনিবার (৬ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

পুলিশ জানিয়েছে, নিহতের প্যান্টের পকেটে থেকে ৬১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। তবে, কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা নিশ্চিত করতে পারেনি পুলিশ। নিহত তানভীর যশোর শহরের বেজপাড়া সাদেক দারোগার মোড় এলাকার মিন্টু মিয়ার ছেলে।

যশোর কোতয়ালি মডেল থানা পুলিশের ওসি (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, শনিবার দিবাগত রাত একটার দিকে বেজপাড়া তালতলা এলাকায় রাস্তার পাশে তানভীর গুরুতর আহত অবস্থায় পড়েছিলেন। এ সময় সাব্বির হোসেন নামে এক পথচারী তাকে দেখতে পেয়ে যশোর জেনারেল হাসপাতালে পৌঁছে দিয়ে চলে যান। পরে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তানভীরকে মৃত বলে ঘোষণা করেন।

ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে যায় এবং মৃত ব্যক্তির পকেট তল্লাশি করে ৬১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা অনুসন্ধান করা হচ্ছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2