• NEWS PORTAL

  • রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

নরসিংদীতে এক বছরে ১৩৫ খুন

লক্ষ্মণ বর্মন, নরসিংদী প্রতিনিধি  

প্রকাশিত: ১২:৫৬, ৭ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১৩:১৫, ৭ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
নরসিংদীতে এক বছরে ১৩৫ খুন

ফাইল ছবি

নরসিংদীতে দিন দিন বাড়ছে খুনের মামলা। গেলো একবছরে জেলায় খুন হয়েছে ১৩৫ টি। স্থানীয়দের অভিযোগ, প্রতিটি হত্যাকাণ্ডের পেছনে রয়েছে রাজনৈতিক প্রতিহিংসা, আধিপত্য বিস্তার, ব্যবসায়িক বিরোধ থেকে শুরু করে অর্থ লেনদেন। এতে বাড়ছে নানা উদ্বেগ। পুলিশ বলছে, আসামি গ্রেফতার ও অপরাধ নির্মূলে কাজ করছে তারা। 

রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে নরসিংদীতে একের পর এক ঘটছে খুনের ঘটনা। ২০২৪ এর আগস্ট থেকে ২০২৫ নভেম্বর এক বছরে জেলায় খুন হয়েছে ১৩৫ জন। পরিস্থিতি এমন পর্যায়ে, গত তিন মাসে খুন হয়েছে অন্তত ডজন খানেক। 

স্থানীয়রা বলছেন, একসময় রাজনৈতিক কারণে হত্যাকাণ্ড ঘটলেও বর্তমানে অস্ত্র-মাদক বাণিজ্য, জমি নিয়ে বিরোধ, ইন্টারনেট-ডিশ ব্যবসা, বালুর ঠিকাদারি ও চাঁদাবাজি নিয়ে বাড়ছে খুন। আইনশৃঙ্খলা বাহিনীর দুর্বলতাকেই দুষছেন কেউ কেউ।

শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাজ করছে পুলিশ জানিয়েছেন পুলিশ কর্মকর্তা নরসিংদীর  অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার।
 

গেলো এক বছরে নরসিংদীতে  ১২১টি খুনের মামলায় আসামির সংখ্যা ১৭২২।  গ্রেফতার হয়েছে ৩০৫ জন। আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপ ছাড়া পরিস্থিতি কোনোভাবেই নিয়ন্ত্রণ করা সম্ভব নয় বলে মনে করছেন স্থানীয়রা।
 

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2