বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও নগদ টাকাসহ গ্রেফতার ১
ঢাকার কেরানীগঞ্জে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও নগদ টাকাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা দক্ষিণ ডিবি পুলিশ। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মোঃ ইব্রাহিম (৩৫)। তার বাবার নাম সোহরাব সরদার। তার কাছ থেকে ৪ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদকদ্রব্য বিক্রির নগদ ৪ লাখ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়।
রবিবার (৭ ডিসেম্বর) সকালে দক্ষিণ কেরানীগঞ্জের কদমতলী গোল চত্বরে ঢাকা জেলা দক্ষিণ ডিবি কার্যালয়ে একপ্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য জানান ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার ও ঢাকা জেলা দক্ষিণ ক্রাইম (অপস) তরিকুল ইসলাম।
তিনি প্রেস ব্রিফিংয়ে আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় ঢাকা জেলা দক্ষিণ ডিবির অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলামের নেতৃত্বে গত শনিবার রাতে দক্ষিণ কেরানীগঞ্জের ঘোষকান্দা এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ইব্রাহিমকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৪ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদকদ্রব্য বিক্রির ৪ লাখ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়। অভিযানের খবর পেয়ে অপর কুখ্যাত মাদক ব্যবসায়ী আনোয়ার হোসেন ওরফে বাবা আনোয়ার পালিয়ে যায়।
তিনি জানান, গ্রেফতারকৃত আসামি ইব্রাহিম ও পলাতক আসামি বাবা আনোয়ারের সহযোগিতায় ঘোষকান্দা এলাকা ও এর আশেপাশের এলাকায় দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য পাইকারি ও খুচরাভাবে ক্রয়-বিক্রয় করে আসছিল। গ্রেফতারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
প্রেস ব্রিফিংয়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা জেলা ডিবির পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম খান ও ঢাকা জেলা দক্ষিণ ডিবির অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম প্রমূখ।
বিভি/পিএইচ




মন্তব্য করুন: