• NEWS PORTAL

  • সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা রহমাতুল্লাহ

প্রকাশিত: ১৫:৩১, ৭ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা রহমাতুল্লাহ

বরিশাল সিটি কর্পোরেশনের ৬নং ওয়ার্ডের দপ্তরখানা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চারটি দোকান ও একটি বসতবাড়ি পরিদর্শন করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। রবিবার (৭ ডিসেম্বর) সকাল ১১টায় তিনি ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের খোঁজখবর নেন এবং তাদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন।

পরিদর্শনকালে তিনি ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন, তাদের ক্ষয়ক্ষতির বিস্তারিত খোঁজ নেন এবং ভবিষ্যতে পাশে থাকার আশ্বাস দেন। 

এ সময় তিনি বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হঠাৎ করেই সর্বস্ব হারিয়েছে। এই দুর্দিনে মানবিক দায়িত্ব থেকেই আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। বিএনপি সব সময় মানুষের সুখ-দুঃখের সঙ্গী ছিল এবং থাকবে।

তিনি আরও বলেন, দুর্যোগকালীন সময়ে সরকার ও সংশ্লিষ্ট দপ্তরের পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। দ্রুত ক্ষতিগ্রস্ত দোকান ও বসতঘর পুনর্নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য, সম্প্রতি শনিবার বিকেল ৫টায় দপ্তরখানা এলাকায় সংঘটিত অগ্নিকাণ্ডে চারটি ছোট ব্যবসা প্রতিষ্ঠান ও একটি বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়। এতে কয়েকটি পরিবার ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়ে এবং অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2