• NEWS PORTAL

  • সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫

রংপুর কারাগারে বন্দী ব্যবসায়ীর হাসপাতালে মৃত্যু

রংপুর ব্যুরো

প্রকাশিত: ১৫:৪৩, ৭ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
রংপুর কারাগারে বন্দী ব্যবসায়ীর হাসপাতালে মৃত্যু

রংপুর কেন্দ্রীয় কারাগারে বন্দী থাকা অবস্থায় জাহাঙ্গীর আলম নামে এক ব্যবসায়ী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। রবিবার (৭) ডিসেম্বর সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত জাহাঙ্গীর আলম রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ পৌর এলাকার শিল্পপতি প্রয়াত মেনাজ উদ্দিনের ছেলে এবং হারাগাছ ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি। মেনাজ বিড়ি ফ্যাক্টরি ও মেনাজ ফিলিং স্টেশনসহ বিভিন্ন ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন জাহাঙ্গীর।

স্থানীয়রা জানান, কয়েকদিন আগে জাল ব্যান্ড রোল তৈরির মামলায় আদালতে হাজির হলে বিচারক জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

রংপুর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোকাম্মেল হোসেন বলেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গতকাল বিকালে তাকে ছাড়পত্র দিলে কারাগারে নিয়ে আসা হয়। আজ রবিবার সকালে আবার অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

জাহাঙ্গীর আলম ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছিলেন বলেও জানান মোকাম্মেল হোসেন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2