• NEWS PORTAL

  • সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫

প্রেমের টানে ধর্মান্তর, অতঃপর ইসলামি রীতিতে বিয়ে

প্রকাশিত: ১৬:৩৪, ৭ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
প্রেমের টানে ধর্মান্তর, অতঃপর ইসলামি রীতিতে বিয়ে

পিরোজপুরের নাজিরপুর উপজেলার চৌঠাইমহল গ্রামের যুবক অহিদুল ইসলামের ভালোবাসার টানে সদর উপজেলার নন্দিপাড়া গ্রামের সনাতন ধর্মাবলম্বী পূজা সিকদার ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ইরা অহিদ নামে নতুন পরিচয়ে জীবন শুরু করেছেন ওই নারী।

ইসলাম ধর্ম গ্রহণের পর দুজনে ইসলামি শরীয়া মোতাবেক বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে নবদম্পতি বিষয়টি নিশ্চিত করেন।

অহিদুল ইসলাম জানান, সোমবার (১ ডিসেম্বর) পূজা সিকদার স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করে ইরা অহিদ নামে নথিভুক্ত হন। পিরোজপুর আদালতে কোর্ট ম্যারেজের পর কাজী অফিসে ইসলামি নিয়মে তাদের বিবাহ সম্পন্ন হয়।

এক বছর আগে রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যক্রমের সূত্রে অহিদুল ও ইরার পরিচয়। অহিদুল ছিলেন নাজিরপুর উপজেলার রেড ক্রিসেন্ট যুব দলের নেতা, আর ইরা যুব সদস্যা। কাজের মাঝে বন্ধুত্ব, আর বন্ধুত্ব থেকে সম্পর্ক গভীর ভালোবাসায় রূপ নেয়।

ইরা অহিদ বলেন, স্কুল জীবন থেকেই ইসলাম ধর্মের প্রতি আমার আগ্রহ ছিল। নিয়মিত ইসলামি বই পড়তাম। সেই আগ্রহ থেকেই স্বেচ্ছায় ধর্মান্তরের সিদ্ধান্ত নিয়েছি। আইনি প্রক্রিয়া অনুসরণ করে ইসলামি শরিয়া অনুযায়ী আমরা বিবাহ করেছি। সবাই আমাদের দাম্পত্য জীবনের জন্য দোয়া ও আশীর্বাদ করবেন।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2