• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

চট্টগ্রামে চোরাইকৃত সাতটি সিএনজি উদ্ধার, আটক ছয়

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৩৪, ২৪ সেপ্টেম্বর ২০২১

ফন্ট সাইজ
চট্টগ্রামে চোরাইকৃত সাতটি সিএনজি উদ্ধার, আটক ছয়

চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া এলাকা থেকে চোরাইকৃত সাতটি সিএনজি উদ্ধারসহ ছয় জনকে আটক করেছে র‍্যাব।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) রাতে তাদেরকে আটক করা হয়।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে নগরীর বাকলিয়া এলাকায় একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে সিএনজি তল্লাসি শুরু করে। এসময় র‌্যাবের চেকপোস্টের দিকে আসা কিছু সংখ্যক সিএনজি’র গতিবিধি সন্দেহজনক মনে হলে র‌্যাব সদস্যরা থামানোর সংকেত দিলে সিএনজি গুলো র‌্যাবের চেকপোস্টের সামনে না থামিয়ে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন র‌্যাব সদস্যরা ধাওয়া করে ছয় জনকে আটক করে। 

আটককৃতরা হলেন- রাসেল, নজরুল ইসলাম, আব্দুর রশিদ, আওলাদ হোসেন, মোক্তার হোসেন ও আব্দুল গফুর। পরে তাদের হেফাজত থেকে চোরাইকৃত সাতটি সিএনজি জব্দ করে র‍্যাব। 

র‍্যাব আরও জানায়, আটককৃতরা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে, তারা দীর্ঘদিন ধরে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকা থেকে সিএনজি চুরি করে উক্ত সিএনজি’র গায়ে নকল রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছে।

 

বিভি/এনইউটি/এএন

মন্তব্য করুন: