• NEWS PORTAL

শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

৬ দিন পর চালু হিলি স্থলবন্দর

প্রকাশিত: ১২:৫১, ১৭ অক্টোবর ২০২১

ফন্ট সাইজ
৬ দিন পর চালু হিলি স্থলবন্দর

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে টানা ছয় দিন বন্ধ থাকার পর রবিবার (১৭ অক্টোবর) সকাল থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বাংলা হিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত জানান, সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ১১ অক্টোবর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত টানা ছয় দিন স্থলবন্দরে পণ্য আমদানি-রফতানি বন্ধ ছিলো। আজ সকাল থেকে আবারও সব ধরনের কার্যক্রম স্বাভাবিক হয়েছে। 

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি সেকেন্দার আলী জানান, দুর্গাপূজা উপলক্ষ্যে হিলি স্থলবন্দরের আমদানি-রফতানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত থেকে বাংলাদেশে পাসপোর্ট যাত্রী ফেরত আসা কার্যক্রম অব্যাহত ছিলো। পাসপোর্ট যাত্রীরা প্রতিদিন এই চেকপোস্ট ব্যবহার করে বাংলাদেশে ফিরেছেন।

বিভি/এএন

মন্তব্য করুন: