• NEWS PORTAL

  • শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

সেন্টমার্টিন দ্বীপে চার শতাধিক পর্যটক আটকা

টেকনাফ প্রতিনিধি

প্রকাশিত: ১২:৪১, ১৮ অক্টোবর ২০২১

আপডেট: ১২:৪৩, ১৮ অক্টোবর ২০২১

ফন্ট সাইজ
সেন্টমার্টিন দ্বীপে চার শতাধিক পর্যটক আটকা

টানা ছুটিতে সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণে এসে আনুমানিক চার শতাধিক পর্যটক আটকে পড়ছেন। সরকারি ছুটি শেষ ও জরুরি কাজে অংশগ্রহণ করতে না পেরে অনেকের মাঝে হতাশা দেখা দিয়েছে।

রবিবার (১৭ অক্টোবর) বৈরী আবহাওয়ার কারণে বঙ্গোপসাগর উত্তাল থাকায় ফিরতে পারেননি তারা। আজকেও বৈরী আবহাওয়া থাকলে থাকতে হবে সেন্টমার্টিনে।

জানা গেছে, শারদীয় দুর্গা উৎসব ও শুক্রবার শনিবারসহ টানা ছুটির কারণে দেশের বিভিন্ন জায়গা থেকে অবকাশ যাপনের জন্য ছুটে আসেন প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে। জাহাজ না থাকলে ঝুঁকি নিয়ে স্পীড বোট ও ট্রলারে করে আসেন এসব পর্যটক। কিন্ত বৈরী আবহওয়ায় সাগর উত্তাল থাকায় তারা আর ফিরতে পারেননি।

সেন্টমার্টিন দ্বীপের বাসিন্দা আবুল কালাম বলেন, চারশ’র বেশি পর্যটক আটকা পড়েছে। এখন অনলাইনের যুগ হওয়ায় তেমন সমস্যা হচ্ছেনা। তবে জরুরি কাজ থাকায় ফিরতে না পারায় হতাশা দেখা দিয়েছে।

সেন্টমার্টিন দ্বীপের ইউপি চেয়ারম্যান নুর আহমেদ বলেন, ‘আটকে পড়া পর্যটকরা নিরাপদে রয়েছেন। বৈরী আবহাওয়া শুরু হলে কোনও ট্রলার ছাড়তে পারেনি। এতে দ্বীপে বেড়াতে আসা কয়েক শ’ পর্যটক আটকে পড়েন। তাদের প্রতিনিয়ত খোঁজখবর রাখা হচ্ছে এবং বিষয়টি স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়েছে।’


 

বিভি/এএস/এএন

মন্তব্য করুন: