• NEWS PORTAL

  • শনিবার, ২০ এপ্রিল ২০২৪

পাটুরিয়ায় ফেরিডুবিঃ দ্বিতীয় দিনের উদ্ধার অভিযান শুরু

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১০:৩৭, ২৮ অক্টোবর ২০২১

আপডেট: ১০:৪০, ২৮ অক্টোবর ২০২১

ফন্ট সাইজ
পাটুরিয়ায় ফেরিডুবিঃ দ্বিতীয় দিনের উদ্ধার অভিযান শুরু

বাংলাভিশন ডিজিটাল

মানিকগঞ্জের পাটুরিয়ায় যানবাহনসহ ডুবে যাওয়া ফেরির ভেতরে আটকা পড়া ট্রাক উদ্ধারে দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৮ অক্টোরব) সকাল সাড়ে ৮টার দিকে অভিযান শুরু করে উদ্ধারকারী জাহাজ হামজা। ফেরিঘাট সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে।

দুর্ঘটনাকবলিত ফেরি উদ্ধারের জন্য চাঁদপুর থেকে উদ্ধারকারী জাহাজ প্রত্যয় বুধবার রাতে পাটুরিয়ায় পৌঁছানোর কথা ছিলো। তবে এখনও জাহাজটি পাটুরিয়ায় এসে পৌঁছায়নি। এই কারণে ফেরিটি উদ্ধার নিয়ে সংশয় দেখা দিয়েছে বলে মনে করছেন ক্ষতিগ্রস্ত ট্রাকের চালক ও মালিকরা।

এর আগে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ১৯টি যানবাহনসহ ডুবে যায় ফেরিটি। এরপর শুরু হয় উদ্ধার অভিযান।

ফেরিডুবির ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সকালে দুর্ঘটনার পর পরই ফায়ার সার্ভিস, নৌবাহিনী, কোস্টগার্ডের কয়েকটি ডুবুরি দল কাজ শুরু করে।

বিভি/এএইচ/এওয়াইএইচ

মন্তব্য করুন: