• NEWS PORTAL

শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

নরসিংদীতে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, নিহত দুই

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: ১১:০৬, ২৮ অক্টোবর ২০২১

আপডেট: ১১:৪১, ২৮ অক্টোবর ২০২১

ফন্ট সাইজ
নরসিংদীতে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, নিহত দুই

নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারের জের ধরে দু’পক্ষের সংঘর্ষ ও গোলাগুলিতে দুই যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় গুলিবিদ্ধসহ আহত হয়েছেন ৩০ জন। 

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকালে চরাঞ্চলের কাচারিকান্দিতে এই ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, কাচারিকান্দি এলাকার মরফত আলী’র ছেলে সাদিব মিয়া (১৯) এবং আসাদ মিয়া’র ছেলে হিরণ মিয়া (৩৫)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরেই আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কাচারিকান্দি এলাকার বড় শাহ আলম ও ছোট শাহ আলম গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিলো। আসন্ন ইউপি নির্বাচনকে ঘিরে উত্তেজনা ও বিরোধ চরম আকার ধারণ করছিলো। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে দুই গ্রুপের লোকজন সংঘর্ষে জড়ায়। এতে টেঁটা ও গুলিবিদ্ধ হয়ে ৩০ জন আহত হয়।
 
আহতদের রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও নরসিংদী সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
 
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান জানান, আধিপত্য বিস্তাকে কেন্দ্র করেই এই সংঘর্ষের ঘটনা। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিভি/এএন

মন্তব্য করুন: