• NEWS PORTAL

  • শনিবার, ২০ এপ্রিল ২০২৪

হাতিয়ায় জাটকা ইলিশসহ ৮০ হাজার কারেন্ট জাল জব্দ

প্রকাশিত: ১৭:৩৪, ১৯ জানুয়ারি ২০২২

ফন্ট সাইজ
হাতিয়ায় জাটকা ইলিশসহ ৮০ হাজার কারেন্ট জাল জব্দ

নোয়াখালীর দ্বীপ হাতিয়া উপজেলাধীন বয়ারচর চেয়ারম্যান ঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৮০০ কেজি জাটকা ইলিশসহ মোট ৮০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। 

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকালে নোয়াখালী জেলার দ্বীপ হাতিয়ায় বয়ারচর চেয়ারম্যান ঘাট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৮০০ কেজি জাটকা ইলিশসহ মোট ৮০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। 

অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার ভূমি মোহাম্মদ শাহজাহান।

মৎস্য সম্পদ রক্ষা ও সুরক্ষা আইন ১৯৫০ এর ৫ ধারায় দু’জনকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। 

জব্দকৃত মাছগুলো জেলা মৎস্য অফিসার মো. ইকবাল হোসেন,উপজেলা মৎস্য অফিসার অনিল চন্দ্র দাস, কোস্ট গার্ড কমান্ডার লেফটেন্যান্ট ইফতেকারুল আলম এর উপস্থিতিতে এতিমখানায় এবং দুস্থ পরিবারের লোকজনের মাঝে বিতরণ করা হয়েছে। এছাড়া  জব্দকৃত ৮০ হাজার মিটার কারেন্ট জাল স্থানীয় লোকজনের উপস্থিতিতে পুড়িয়ে ফেলা হয়।

বিভি/এসডি

মন্তব্য করুন: