• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

রুটি ভাগ নিয়ে সংঘর্ষ, সাতজনকে সাত বছরের কারাদণ্ড

প্রকাশিত: ১৭:৩৮, ২৪ জানুয়ারি ২০২২

ফন্ট সাইজ
রুটি ভাগ নিয়ে সংঘর্ষ, সাতজনকে সাত বছরের কারাদণ্ড

নাটোরের সিংড়ায় শবে বরাতের রুটি ভাগ করা নিয়ে সংঘর্ষ ও এর জেরে জোড়া খুনের ঘটনায় সাত জনকে সাত বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সংগে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানার আদেশ দেওয়া হয়েছে। 

সোমবার (২৪ জানুয়ারি) দুপুরে নাটোরের সিনিয়র জেলা ও দায়রা জজ শরিফ উদ্দিন এই আদেশ দেন। দীর্ঘ ২৭ বছর পর এই রায় দেওয়া হয়েছে। 
 
রায়ের বিষয়ে সরকারি কৌসুলী আরিফুর রহমান জানান, ১৯৯৪ সালের ২৭ জানুয়ারি সিংড়া উপজেলার মৌগ্রামে শবে বরাতের রুটি ভাগ করা নিয়ে গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়। এই ঘটনায় আক্কাস আলী ও সিকিস প্রাং নিহত হন।

ঘটনার পরদিন সিকিস প্রাং-এর ছেলে আমির হামজা সিংড়া থানায় ১০ জনকে অভিযুক্ত করে হত্যা মামলা দায়ের করেন। এই ঘটনায় পুলিশ তদন্ত শেষে নয়জনকে অভিযুক্ত করে ১৯৯৭ সালের ১১ জুন আদালতে চার্জশিট দেন। 
 
অভিযুক্ত সাত জনের বিরুদ্ধে হত্যার অভিযোগ প্রমাণ না হলেও সংঘর্ষে জড়ানোর প্রমাণ পাওয়ায় তাদের এই দণ্ডাদেশ দেন বিচারক। মামলার বিচার চলাকালে এক অভিযুক্তের মৃত্যু হয়েছে। অন্য এক অভিযুক্তকে খালাস দিয়েছেন আদালত।
 

বিভি/এসএইচ/এএন

মন্তব্য করুন: