• NEWS PORTAL

  • শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

বৈশাখী পূর্ণিমা উপলক্ষে খাগড়াছড়িতে মঙ্গল শোভাযাত্রা

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: ২০:২৩, ১৪ মে ২০২২

আপডেট: ২০:৪০, ১৪ মে ২০২২

ফন্ট সাইজ
বৈশাখী পূর্ণিমা উপলক্ষে খাগড়াছড়িতে মঙ্গল শোভাযাত্রা

খাগড়াছড়িতে বর্ণিল আয়োজনে বৈশাখী পূর্ণিমা পালিত হচ্ছে। খাগড়াছড়ি সাসনা রাক্ষিতা ভিক্ষু সংঘ ও বাংলাদেশ বুডিষ্ট কল্যাণ পরিষদের আয়োজনে তথাগত ভগবান বুদ্ধের ত্রি-বার্ষিক বিজড়িত শুভ বৈশাখী পূর্ণিমা উপলক্ষে মহা সংঘদান ও ধর্মালোচনা সভা অনুষ্ঠিত।

এ উপলক্ষে শনিবার (১৪ মে) বিকালে খাগড়াছড়ি শহরে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়। য়ংড বৌদ্ধ বিহার প্রাঙ্গণ থেকে মঙ্গল শোভাযাত্রা শুরু হয়ে জেলা শহরের চেঙ্গী স্কয়ার ঘুরে আবার বিহার প্রাঙ্গনে শেষ হয়। পরে ধর্মদেশনা শুরু হয়।

এ উপলক্ষে য়ংড বিহারের আয়োজকদের মতে, বৈশাখী পূর্ণিমা বৌদ্ধ ধর্মাবলম্বীদের পবিত্রতম উৎসব। এই পূণ্যোৎসব বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে উদযাপিত হয়। বৈশাখী পূর্ণিমা দিনটি বুদ্ধের ত্রি-স্মৃতি বিজড়িত। এই পবিত্র তিথিতে বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন। বোধি বা সিদ্ধিলাভ করেছিলেন এবং মহাপরিনির্বাণ লাভ করেছিলেন। এই দিনে বৌদ্ধ ধর্মাবলম্বীরা স্নান করেন, শুচিবস্ত্র পরিধান করে মন্দিরে বুদ্ধের বন্দনায় রত থাকেন। 

ভক্তগণ প্রতিটি মন্দিরে বহু প্রদীপ প্রজ্জ্বলন করেন।ফুলের মালা দিয়ে মন্দিরগৃহ সুশোভিত করে বুদ্ধের আরাধনায় নিমগ্ন হন। এছাড়া এই দিনে বুদ্ধ পূজার পাশাপাশি পঞ্চশীল, অষ্টশীল, সূত্রপাঠ, সূত্রশ্রাবণ সমবেত প্রার্থনা করে থাকেন।

 


 

বিভি/এইচএমপি/রিসি 

মন্তব্য করুন: