• NEWS PORTAL

  • শনিবার, ২০ এপ্রিল ২০২৪

বালু দস্যুদের হাত থেকে জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৪৬, ২১ মে ২০২২

ফন্ট সাইজ
বালু দস্যুদের হাত থেকে জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন

টাঙ্গাইলের ভূঞাপুরে বালু দস্যুদের হাত থেকে নিজেদের ভূমি উদ্ধারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জমির মালিকরা। শনিবার (২১ মে) দুপুরে ভূঞাপুর-বঙ্গবন্ধু সেতু সড়কের পাটিতা পাড়া এলাকায় এ কর্মসূচি পালন করেন তারা। ঘণ্টাব্যাপী মানববন্ধনে দুইশতাধিক নারী-পুরুষ অংশ নেন। 

মানববন্ধনে ফেরদৌস, আকবর প্রামানিক, ফিরোজ ফকিরসহ জমির মালিকরা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন সরকারসহ স্থানীয় বালু দস্যুরা দীর্ঘদিন ধরে তাদের জমি জোরপূর্বক দখল করে রেখেছে। 

প্রতিবাদ করতে গেলে হামলা, পুলিশ দিয়ে হয়রানি ও গ্রেপ্তার করা হচ্ছে। আতঙ্কে দিন কাটছে তাদের। বালু দস্যুদের হাত থেকে জমি উদ্ধারসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা। 

বিভি/এআরএ/এজেড

মন্তব্য করুন: