• NEWS PORTAL

শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

খাগড়াছড়িতে বাক প্রতিবন্ধী শিশু বলাৎকারঃ বৃদ্ধ গ্রেফতার

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৫৪, ২৫ মে ২০২২

ফন্ট সাইজ
খাগড়াছড়িতে বাক প্রতিবন্ধী শিশু বলাৎকারঃ বৃদ্ধ গ্রেফতার

খাগড়াছড়িতে বাক প্রতিবন্ধী শিশু (১০) বলাৎকারের অভিযোগে আব্দুল হক (৬০)নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ মে) রাতে ভিকটিমের পরিবারের অভিযোগের প্রেক্ষিতে শহরের মুসলিম পাড়া এলাকার বাসিন্দা ঐ বৃদ্ধকে আটক করা হয়।

অভিযোগে জানা গেছে, মঙ্গলবার বিকালে বাক-প্রতিবন্ধী ও বধির শিশুটি পার্শ্ববর্তী একটি গাছে জাম কুড়াতে গেলে বৃদ্ধ আব্দুল হক শিশুটিকে ডেকে স্থানীয় একটি পরিত্যক্ত ঘরে নিয়ে বলাৎকার করে। পরে শিশুটি ঘরে গিয়ে তার মাকে ইশারা ইঙ্গিতে ঘটনা জানায়। মাসহ স্থানীয়রা ঘটনাস্থলে গেলে ওই শিশু অভিযুক্তকে দেখিয়ে দেয়। এসময় ক্ষুব্ধ স্থানীয়দের কাছে আব্দুল হক ঘটনায় নিজের অপকর্মের স্বীকার করলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রশীদ জানান,খবর পেয়ে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে নিয়ে আসা হয়েছে। ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয় নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা দায়ের করেছেন। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

 

বিভি/এইচএমপি/রিসি 

মন্তব্য করুন: