• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

রাজবাড়ীতে বিএনপি’র বিক্ষোভ সমাবেশ

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত: ১৯:১৪, ২৬ মে ২০২২

ফন্ট সাইজ
রাজবাড়ীতে বিএনপি’র বিক্ষোভ সমাবেশ

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে কটুক্তির প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রাজবাড়ীতে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি। বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে পুলিশের নিষেধাজ্ঞার মুখে দলীয় কার্যালয়ের ভিতরেই বিক্ষোভ সমাবেশ করে দলটি। 

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মুক্তিযোদ্ধা মো. জহিরুল হক শাহজাদা মিয়া। জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে জেলা বিএনিপর সাবেক সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ, সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল আলম ও যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম শিকদার পিন্টু বক্তব্য দেন।

সমাবেশে বক্তারা বলনে, শেখ হাসনিা যাকে হত্যার হুমকি দিয়েছেন সেই খালেদা জিয়াই ১৯৮৬ সালে শেখ হাসিনার ওপরে হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দিয়েছিলেন। ওয়ান ইলেভেনে শেখ হাসিনার মুক্তির জন্য আহবান জানিয়ে বিবৃতি দিয়েছিলেন। শেখ হাসিনাকে তার বক্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে। নইলে দেশের মানুষ একদিন তাকে ক্ষমা চাইতে বাধ্য করবে । সারাদেশের মানুষ এখন জেগে উঠেছে। এই সরকার পালানোর পথ খুঁজছে।

এসময় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য খন্দকার নুরুল নেওয়াজ নুরু, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলাম কাশেম, মাসুদুর রহমান লাল, এম.এ খালেদ পাভেল, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন গাজী, পৌর বিএনপির আহ্বায়ক মাহবুব চৌধুরী দুলাল, সদস্য সচিব জহির রাজ, সাবেক পৌর বিএনপির সাধারণ সম্পাদক আক্কাছ আলী মোল্লা, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, যুগ্ম সম্পাদক আব্দুল মালেক, জেলা যুবদলের সদস্য সচিব আমিনুর রহমান ঝন্টু, জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক খাইরুল জামান খাইরুসহ জেলা বিএনপিসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অপরদিকে, বিএনপির এ কর্মসূচীর বিরুদ্ধে দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ করেছে আওয়ামী লীগ। এছাড়া বিএনপির কর্মসূচীর বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিলে নেতৃত্ব দেন যুবলীগ নেতা নুরুজ্জামান মিয়া সোহেল।

এদিকে, বিএনপি ও আওয়ামী লীগের পাল্টাপাল্টি কর্মসূচীতে বিশৃঙ্খলা এড়াতে সর্তক অবস্থানে ছিল আইনশৃঙ্খলা বাহিনী।

বিভি/এমডি/এজেড

মন্তব্য করুন: