• NEWS PORTAL

  • বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

পানি কমলেও বানভাসীদের দুর্ভোগ বাড়ছে (ভিডিও)

প্রকাশিত: ১৬:১৭, ২৯ জুন ২০২২

আপডেট: ১৬:৪২, ২৯ জুন ২০২২

ফন্ট সাইজ

সিলেট ও সুনামগঞ্জের পাশাপাশি উত্তরের জেলাগুলোর বন্যা পরিস্থিতি উন্নতির দিকে।  তবে সিলেটে পানি কমলেও বানবাসী মানুষের দুর্ভোগ বাড়ছে। অনেকেই এখনো রয়েছেন আশ্রয়কেন্দ্রে। ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ায় তারা বাড়িতে ফিরতে পারছেন না। খাবার ও বিশুদ্ধ পানির সঙ্কটে দুর্ভোগে তারা।

ত্রাণ বিতরণ চলছে সরকারি ও বেসরকারি পর্যায়ে। তবে পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে কানাইঘাটে সুরমা, জকিগঞ্জ, শ্যাওলা ও ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা এই চার পয়েন্টে পানি এখনো বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 

উত্তরাঞ্চলে তিস্তার ডালিয়া ব্যারেজ পয়েন্টে নদীর পানি বিপদসীমা ছুঁই ছুঁই। এদিকে, নেত্রকোনারও সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে বাড়িঘর ও সড়কে পানি থাকায় এখনও অনেক মানুষ আশ্রয়কেন্দ্রেই রয়েছেন। এবার বন্যায় মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষি ও মৎস্য খামারগুলোর। পরিস্থিতির উন্নতি হওয়ায় স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টায়, কুড়িগ্রাম, সিরাজগঞ্জ, জামালপুর ও টাঙ্গাইলের বন্যাকবলিতরা।

বিভি/রিসি

মন্তব্য করুন: