• NEWS PORTAL

  • শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

সুনামগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত সড়কে ভেঙে পড়েছে অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা (ভিডিও)

প্রকাশিত: ১৬:২২, ২৯ জুন ২০২২

আপডেট: ১৬:৪৪, ২৯ জুন ২০২২

ফন্ট সাইজ

সুনামগঞ্জে স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতি হয়েছে প্রায় ২২শ' কিলোমিটার সড়ক। ভেঙ্গে পড়েছে জেলার অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ ব্যবস্থা। চরম ভোগান্তিতে স্থানীয় মানুষজন।

জুনে স্মরণকালের ভয়াবহ বন্যায় কবলে পড়ে হাওর অধ্যুষিত সুনামগঞ্জ। বানের পানিতে কয়েকদিনের মধ্যেই তলিয়ে যায় বাসাবাড়ি, সরকারি-বেসরকারি বিভিন্ন স্থাপনাসহ জেলার সবগুলো সড়ক।

যান্ত্রিক গাড়ির বদলে গুরুত্বপূর্ণ সড়কে চলাচল করে ছোটবড় নৌযান। বন্যার পানির তোড়ে ভেঙ্গে যায় জেলার প্রায় অর্ধেক সড়ক। চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

বালু ভর্তি বস্তা দিয়ে সড়কের খানাখন্দ মেরামতের চেষ্টা চলছে বলে জানিয়েছেন নির্বাহী প্রকৌশলী। 

সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর বিশেষ বরাদ্দের মাধ্যমে সড়কগুলোকে দ্রুত আগের অবস্থায় ফিরিয়ে আনার দাবি সুনামগঞ্জবাসীর । 
 

বিভি/রিসি

মন্তব্য করুন: