• NEWS PORTAL

  • শনিবার, ২০ এপ্রিল ২০২৪

কর্ণফুলী নদী হতে হরিণ উদ্ধার, ন্যাশনাল পার্কে অবমুক্ত 

রাঙ্গামাটি প্রতিনিধি

প্রকাশিত: ১৩:১৫, ৩ জুলাই ২০২২

ফন্ট সাইজ
কর্ণফুলী নদী হতে হরিণ উদ্ধার, ন্যাশনাল পার্কে অবমুক্ত 

কাপ্তাই ন্যাশনাল পার্কে এলাকায় কর্ণফুলী নদীতে পড়ে যাওয়া হরিণ শাবককে উদ্ধার করে পার্কেই অবমুক্ত করা হয়। শনিবার (২ জুলাই) বিকাল ৩টায় সীতার পাহাড় বন হতে একটি ৭/৮মাসের হরিণ কর্ণফুলী নদীতে পড়ে যায়। নদীতে যখন হরিণটি বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করছি, তখন ঐ এলাকার এনামুল হক বাচ্চু নদী হতে নৌকাযোগ হরিণটিকে উদ্ধার করে। 

পার্বত্য চট্রগ্রাম দক্ষিণ বন বিভাগ কাপ্তাই রেঞ্জের রামপাহাড় বন বিটে খবর দেয়। পরে নিজ উদ্যোগে বনবিট অফিসে হরিণটিকে পৌছে দেয়। 

রাম পাহাড় বিট অফিসার মাসুদ আলম জানান, ঊর্ধ্বতন বন  কর্মকর্তাদের সাথে আলাপ -আলোচনা করে বিকেল সাড়ে ৫টায় কাপ্তাই ন্যাশনাল পার্কে সীতার পাহাড়ে এটি অবমুক্ত করা হয়। 

তিনি আরোও জানান সন্ধ্যার আগে হরিণটিকে বনে ছাড়া হয়। না হয় তার বা -মা ও  সাথীদের খুঁজে পাবে না।অবমুক্ত করার সময় প্রাণী চিকিৎসক, স্থানীয় ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলো।

বিভি/এজেড

মন্তব্য করুন: