• NEWS PORTAL

  • শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

শিক্ষক হত্যা ও হেনস্থার প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: ১৪:২৭, ৩ জুলাই ২০২২

ফন্ট সাইজ
শিক্ষক হত্যা ও হেনস্থার প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন

ঢাকার সাভারের আশুলিয়া হাজী ইউনুস আলী স্কুল এন্ড কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের  প্রভাষক উৎপল কুমার সরকারকে পিটিয়ে হত্যা ও নড়াইলে ইউনাইটেড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমারকে লাঞ্চনার প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন হয়েছে। মানবন্ধনে ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

রবিবার (৩ জুলাই) সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি পরিষদ, বেসরকারি সহকারী শিক্ষক সমিতি, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক, সরকারি-বেসরকারি কলেজ'র উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে দেশের বিভিন্ন স্থানে শিক্ষক হত্যা ও হেনস্থা র ঘটনায় নিন্দা ও শিক্ষক সুরক্ষা আইনের দাবি জানানো হয়।

বাংলাদেশ মাধ্যমিক সরকারী শিক্ষক সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সদস্য চম্পানন চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির আহ্বায়ক সুদর্শন দত্ত, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি জিতেন বড়ুয়া, খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের প্রভাষক মো: জহিরুল ইসলাম, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সভাপতি অজিন্দ্র কুমার ত্রিপুরা, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি জেলা সহ-সভাপতি আশা প্রিয় ত্রিপুরা, বাংলাদেশ বেসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি অমরেন্দু চাকমা, বাংলাদেশ প্রধান শিক্ষক সমিতির সভাপতি অংপ্রু মারমা, বাংলাদেশ মাধ্যমিক সরকারি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ইউসুফ আদনান, সহাকারী শিক্ষক আঞ্চলিক কমিটির সভাপতি প্রিয় বসু ত্রিপুরা, সদর উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি লায়েস দেওয়ান ,সাধারণ সম্পাদক সৈয়দ-উর-রহমান, ভাইবোনছড়া মিলিয়াম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাতু মনি চাকমা প্রমূখ।

বিভি/এইচএমপি/এজেড

মন্তব্য করুন: