• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

রাঙামাটিতে আদিবাসী দিবস উদযাপন

প্রকাশিত: ১৭:২৭, ৯ আগস্ট ২০২২

আপডেট: ১৭:২৮, ৯ আগস্ট ২০২২

ফন্ট সাইজ
রাঙামাটিতে আদিবাসী দিবস উদযাপন

নানা আয়োজনের মধ্য দিয়ে রাঙামাটিতে উদযাপিত হলো আদিবাসী দিবস। মঙ্গলবার (৯ জুলাই) সকালে রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণে দিবসটি উপলক্ষে আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান ও শোভাযাত্রার আয়োজন করে আদিবাসী ফোরাম রাঙামাটি জেলা।

বেলুন উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন পার্বত্য আঞ্চলিক পরিষদের সদস্য মাধবীলতা চাকমা। প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য উষাতন তালুকদার। আলোচনা সভা শেষে একটি শোভাযাত্রা পৌরসভা থেকে শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় ক্ষুদ্র নৃগোষ্ঠির নানা বয়সী সাধারণ মানুষ তাদের ঐতিহ্যবাহী পোশাক পড়ে অংশগ নেন।

সমাবেশে বক্তারা বলেন, সরকার আদিবাসী শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়ে পরিস্থিতিকে উসকে দিচ্ছে একইসঙ্গে আদিবাসীদের সাংবিধানিক আধিকার হরন করছে। পাহাড়ে নির্যাতন দিন দিন বৃদ্ধি পাচ্ছে যার ফলে পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন না হওয়াকেই দায়ী করেছেন বক্তারা। একইসঙ্গে দ্রুত আদিবাসী স্বীকৃতি প্রদানের পাশাপাশে চুক্তির পুর্ণাঙ্গ বাস্তবায়নের জোড় দাবি জানান বক্তারা। 

বিভি/এমআর

মন্তব্য করুন: