• NEWS PORTAL

  • বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

চট্টগ্রামে পেট্রোল পাম্পে অভিযান

প্রকাশিত: ১৮:২৭, ৯ আগস্ট ২০২২

ফন্ট সাইজ
চট্টগ্রামে পেট্রোল পাম্পে অভিযান

চট্টগ্রামের বিভিন্ন পেট্রোল পাম্পে অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। এ অভিযান এক সপ্তাহ চলবে। চট্টগ্রাম জেলা প্রশাসনের তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নগরীর বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করছে।

মঙ্গলবার বিকালে নগরীর প্রবর্তক মোড়, কাতালগঞ্জ, দুই নম্বর গেট এলাকার কয়েকটি পেট্রোল পাম্পে অভিযান পরিচালনা করা হয়। এ সময়  পেট্রোল পাম্প পরিচালনায় কাগজপত্র ঠিক না থাকায় চারটি পেট্রোল পাম্পকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। 

চট্টগ্রামের জেলা প্রশাসক মমিনুর রহমান জানান, সপ্তাহব্যাপী এ অভিযান চট্টগ্রাম জেলার প্রত্যেকটি পেট্রোল পাম্পে ক্রমান্বয়ে পরিচালিত হবে। ভোক্তাদের জ্বালানি তেল ওজনে কম দেওয়া হচ্ছে কি-না, নিরাপত্তার ত্রুটি রয়েছে কি-না , বেশি দাম রাখা হচ্ছে কি-না এসব বিষয়ের পাশাপাশি পেট্রোল পাম্প পরিচালনায় নিয়মনীতি মানা হচ্ছে কি-না সেসব বিষয় দেখা হচ্ছে।

বিভি/এনএ

মন্তব্য করুন: