• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

পতেঙ্গায় পর্যটকদের ওপর হামলার ঘটনায় ৩ জন আটক

প্রকাশিত: ০০:০৪, ১০ আগস্ট ২০২২

ফন্ট সাইজ
পতেঙ্গায় পর্যটকদের ওপর হামলার ঘটনায় ৩ জন আটক

চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় পর্যটকদের ওপর হামলার ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৯ আগস্ট) রাতে তাদের আটক করা হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করেছেন টুরিস্ট পুলিশের পরিদর্শক মোহাম্মদ ইস্ররাফিল মজুমদার। তিনি বলেন, ‘নোয়াখালী থেকে ৩৫ জনের একটি পর্যটক দল পতেঙ্গা বিচে বেড়াতে এসেছিলেন। সন্ধ্যা ৭টায় দিকে এক পর্যটক ঘোড়ায় চড়ার পর ঘোড়ার মালিকের সঙ্গে টাকা নিয়ে পর্যটকদের বাকবিতণ্ডা হয়। এরই এক পর্যায়ে ঘোড়ার মালিকরা হাতাহাতি ও অশোভন আচরণ করে পর্যটকদের সঙ্গে।’ এ হামলার ঘটনায় ৫ পর্যটক আহত হয়েছেন।

তিনি বলেন, বিষয়টি পতেঙ্গা টুরিস্ট পুলিশের নজরে আসায় ঘোড়ার মালিকদের শনাক্ত করা হয়। পরে পতেঙ্গা থানা পুলিশসহ যৌথ অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। আটক তিনজন হলেন- আইয়ুব খান,  মিশকাত ও মোরশেদ শেখ। 

ভুক্তভোগী মিজান নামের এক পর্যটক জানান তাদের এক সঙ্গী ঘোড়ায় উঠেন। তখন ৫০ টাকার কথা বলে ঘোড়ায় তুললেও নামার পর ১০০ টাকা দাবি করে ঘোড়ার মালিক। এ নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ঘোড়ার মালিকসহ কয়েকজন মিলে তাদের ওপর হামলা করে। এতে ৫ জন আহত হন।

বিভি/এনএ

মন্তব্য করুন: