• NEWS PORTAL

  • বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

মিসকল দিয়ে উত্যক্ত, প্রতিবাদ করায় জীবন গেল গৃহবধূর

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ

প্রকাশিত: ১২:৩০, ২৩ সেপ্টেম্বর ২০২২

ফন্ট সাইজ
মিসকল দিয়ে উত্যক্ত, প্রতিবাদ করায় জীবন গেল গৃহবধূর

প্রতীকী ছবি

ময়মনসিংহ মহানগরীর আকুয়া জুবিলী কোয়ার্টার দক্ষিণপাড়ায় সাথী নামের এক গৃহবধুকে নিজ বসতঘরে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২২ সেপ্টেম্বর) ভোরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। 

খবর পেয়ে পুলিশ, পিবিআই ও সিআইডির ক্রাইমসিন টিম ঘটনাস্থল পরিদর্শন এবং আলামত সংগ্রহ করে। 

নিহত সাথীর ছোটবোন শিউলি জানায়, প্রতিবেশী বাবুলের ভাগ্নে হৃদয় তার বোন সাথীকে মোবাইলে মিসকল দিয়ে উত্যক্ত করতো। এর প্রতিবাদ করায় ভোরে বাবুল ও হৃদয় তাদের সাঙ্গ-পাঙ্গ নিয়ে বাসায় এসে সাথীকে হত্যার হুমকি দেয়। 

এ ব্যাপারে থানায় জিডি করা হয়েছিল এবং হুমকিদাতারাই তার বোনকে হত্যা করেছে বলে ধারণা করছেন তিনি। 

এদিকে গতরাতে সাথীকে বসতঘরে কুপিয়ে হত্যার পর সাথীর মোবাইল ফোনটি নিয়ে যায় হত্যাকারীরা। 

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। নিহত সাথী ওই বাসায় তার দশ বছরের মেয়ে নিরাকে নিয়ে বসবাস করতেন। 

ঘটনাস্থলে আসা কোতোয়ালী মডেল থানার এসআই তাইজুল জানান, ঘটনার আগে থানায় কোনো জিডি করা হয়েছিল কিনা তার জানা নেই।

বিভি/এজেড

মন্তব্য করুন: