• NEWS PORTAL

  • সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২

আমার মাকে খুঁজে দিতে আর কাউকে বিরক্ত করবো না: মেয়ের মর্মস্পর্শী পোস্ট

প্রকাশিত: ২১:৩০, ২৩ সেপ্টেম্বর ২০২২

আপডেট: ২১:৩১, ২৩ সেপ্টেম্বর ২০২২

ফন্ট সাইজ
আমার মাকে খুঁজে দিতে আর কাউকে বিরক্ত করবো না: মেয়ের মর্মস্পর্শী পোস্ট

মা নিখোঁজ হয়েছিলেন ২৮ দিন আগে। নিখোঁজ মায়ের লাশ উদ্ধারের দাবি জানিয়েছেন গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) রাষ্ট্র বিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের এক ছাত্রী। তার মাকে খুলনার দৌলতপুরের নিজ বাড়ি থেকে ২৮ দিন আগে অপহরণ করা হয়।ময়মনসিংহের ফুলপুর থানায় অজ্ঞাত হিসেবে কবর দেওয়া এক লাশকে নিজের মা বলে দাবি করছেন ওই ছাত্রীর বড় বোন।

বৃহস্পতিবার দিবাগত (২৩ সেপ্টেম্বর) রাতে ওই ছাত্রীর বড় বোনের ফেসবুক আইডি থেকে এ তথ্য জানা যায়। রাত ১২.১০ মিনিটে তিনি এক স্টাটাসে লেখেন, ‘আমি আর কারো কাছে যাবো না, কাউকে আর বলবো না আমাকে একটু সহযোগিতা করুন, আমার মাকে একটু খুঁজে দিন, কাউকে আর বিরক্ত করবো না, আমি আমার মাকে পেয়ে গেছি!’

শুক্রবার সকাল ৮টায় আরেকটি ফেসবুক পোস্টে তিনি আরও লেখেন, ‘আমার মায়ের চুল, কপাল ও হাত আমি চিনবো না তো কে চিনবে? যারা বলেছিলেন আমার মা আত্মগোপন করেছেন তারা সবাই নাক ঢাকার জন্য ব্যবস্থা করুন। কারণ আমার মার পঁচা গলা আর পোকায় খাওয়া লাশটা নিয়ে আমি আপনাদের কাছে সবার আগে যাবো!’

মেয়ের এমন পোস্ট মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভাইরাল হয়ে যায়। অনেকে শেয়ার ও কমেন্টস করেছেন। তবে বিষয়টি জানার জন্য বশেমুরবিপ্রবি ছাত্রীকে একাধিকবার কল করেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

অপহরণের একদিন পরে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে খুলনার দৌলতপুর থানায় মামলা করেন বশেমুরবিপ্রব’র ওই শিক্ষার্থী। অন্যদিকে এ ঘটনায় ব্যস্ত থাকায় দিতে পারেননি সেমিস্টার ফাইনালের দুটি পরীক্ষা।

খুলনার দৌলতপুর থানা পুলিশ, মামলার তদন্তকারী সংস্থা পিবিআই  বলেছে, বিষয়টি সম্পর্কে তারা এখনও নিশ্চিত নয়।

এ বিষয়ে জানতে চাইলে খুলনার দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, ‘আমি সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি জেনেছি। মামলাটি খুলনা পিবিআই তদন্ত করছে। তাই আমি বিস্তারিত জানি না। তাছাড়া  এ ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতার ছয় জন জেল-হাজতে রয়েছে।’

খুলনা  পিবিআই-এর পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান বলেন, ‘মামলার তদন্ত কর্মকর্তা ওই নারীর মেয়ের সঙ্গে কথা বলেছেন। তিনি তাকে ময়মনসিংহের ফুলপুর থানায় লাশ উদ্ধারের কথা জানান। তারা তাকে আজ ওই থানায় যেতে বলেছেন।’

পুলিশ সুপার আরও বলেন, ‘ফুলপুর থানা পুলিশ উদ্ধার করা লাশের ডিএনএ নমুনা রেখেছেন। মরদেহের সঙ্গে তার পরিবারের সদস্যদের ডিএনএ মিললেই বিষয়টি সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।’

বিভি/এনএ

মন্তব্য করুন: